অভয়নগরে ছাগল চুরির অপবাদে শিশু নির্যাতনের অভিযোগে

স্টাফ রিপোর্টারঃ মিঠুন দত্ত: অভয়নগরে শ্রীধারপুর ইউনিয়ের মালাধরা গ্রামের হানিফ মোল্যার শিশু পুত্র মিরাজুল মোল্যা (১০)কে গত ১৩আগস্ট প্রতিবেশির ছাগল চুরির অভিযোগে বেদম মারপিট করেছে।তাকে উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।সাতদিন চিকিৎসা নিয়ে সে বাড়ি ফিরে গেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবসি সূত্রে জানা গেছে ,মিরাজুল মোল্যা গত ১৩ আগস্ট নজরুল মোল্যার বাড়ির সামনে খেলা করছিল। ওই বাড়ির পাশে শৈলেন মন্ডলের হ্মেতে একটি ছাগল ধান খাচ্ছিল। এ সময় প্রতিবেশি শৈলেন তাকে ছাগলটি সরিয়ে দিতে বলেন। ছেলেটি যখন ছাগলটি সরাতে যায়। তখন ছাগলের মালিক অরুন মন্ডল দেখে ফেলে।তিনি মিরাজুলকে বলেন, ছাগলটি চুরি করে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছিস। এই বলে ছেলেটিকে বাড়ির ভিতরে ধরে নিয়ে যায় এবং রশি দিয়ে বেধে মারাত্ক ভাবে মেরে আহত করে । বিষযটি ছেলেটির পিতা হানিফ মোল্যা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেখে তার ছেলেটি রশি দিয়ে বাধা অবস্থায় মানাত্কভাবে আহত হয়ে পড়ে আছে। পরে তাকে অভয়নগর উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে ।এ ব্যাপারে ছেলেটির পিতা বাদি হয়ে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করে ।