অভয়নগরে চেয়ারম্যান পদে সরদার অলিয়ার মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাফিয়া খানমের জয়

অভয়নগরে ভোট লড়াইয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সরদার অলিয়ার রহমান মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খানম
নওয়াপাড়া অফিস
ভোট লড়াইয়ে অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সরদার অলিয়ার রহমান(মটর সাইকেল প্রতীক)। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন সাফিয়া খানম(হাাঁস প্রতীক)। এর আগে বিনা প্রতিদ্ব›দ্বীতায় জয়লাভ করেছিলেন ভাইসচেয়ার পদে আখতারুজ্জামান তারু জেলা রিটানিং অফিসার তাদের বেসকারি ভাবে বিজযী ঘোষণা করেছেন।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে নির্বাচনে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান ৮১টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ৫৪ হাজার ৭১টি ও তার একমাত্র প্রতিদ্ব›দ্বী উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ মটর শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা রবিন অধিকারী ব্যাচা পেয়েছেন ৪৮ হাজার ২২১ ভোট। সরদার অলিয়ার রহমান ৫ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মহিলা ভাইসচেয়ারম্যান পদে সাফিয়া খানম(হাঁস প্রতীক) পেয়েছেন ৪২ হাজার৯৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মিনারা পারভীন(ফুটবল প্রতীক) পেয়েছেন ৪১ হাজার ৩১৭ টি ভোট। এছাড়া অপর প্রতিদ্ব›দ্বী লায়লা খাতুর (কলস প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ৬৮১টি ভোট।
নির্বাচনে মোট ভোটারের ৪৭.১৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ বলেন, “অভয়নগরে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।”
নওয়াপাড়া পৌরসভাসহ ৮টি ইউনিয়ন নিয়ে অভয়নগর উপজেলা গঠিত। নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৯০ জন। এর মধ্যে ১ লাখ ০৮ হাজার ৩৩৫ জন পুরুষ ও ১ লাখ ০৯ হাজার ৭৫৩ জন নারী। এর মধ্যে ২ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছে। এছাড়া এবারের নির্বাচনে ৮১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য স্থায়ী ৬৫৯টি ও অস্থায়ী ২৮টি ভোট কক্ষের ব্যবস্থা করা হয়েছিলো।