অভয়নগরে গাজীপুর খান্কা শরীফে তিনদিন ব্যাপী ফাতেহা শরীফ শুরু
স্টাফ রিপোর্টার ঃ অভয়নগরের রাজঘাট গাজীপুর কাজী খান্কা শরীফে ৩ দিনব্যাপী বার্ষিক ফাতেহা শরীফ আজ ১৫ জানুয়ারি বুধবার শুরু হবে। প্রতিদিন দোয়া- দরুদ, ওয়াজ নছিহত অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদ আছর আখেরী মোনাজাতের মাধ্যমে ফাতেহা শরীফ শেষ হবে। উক্ত ফাতেহা শরীফে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য খান্কা শরীফের পীর কেবলা আলহাজ্জ মৌলভী আব্দুর কাদের বাবু আহবান জানিয়েছেন।