Type to search

অভয়নগরে কয়ার বিল খাল পুন:খনন  কার্যক্রমের  শুভ উদ্বাধন করলেন ইউএনও       

অভয়নগর

অভয়নগরে কয়ার বিল খাল পুন:খনন  কার্যক্রমের  শুভ উদ্বাধন করলেন ইউএনও       

  • অভয়নগরে কয়ার বিল খাল পুন:খনন  কার্যক্রমের  শুভ উদ্বাধন করলেন ইউএনও

নওয়াপাড়া অফিস

যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ঘোড়াদাইড় কয়ার বিল খালের পুনরুদ্ধার ও পুন:খনন কার্যক্রম এর শুভ উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। শনিবার দুপুরে(২৫মে) তিনি খাল পাড়ে যেয়ে এ খনন কার্যক্রম উদ্বোধন করেন।

জানা গেছে,খালটির পুন:খনন  সম্পন্ন হলে ওই এলাকার জলাবদ্ধতা দূর হবে,শুকনো মৌসুমে খালে পানি থাকবে এবং খালের পানি ব্যবহার করে ১২০৬ টি কৃষক পরিবারে ২২০০ একর কৃষি জমি সেচের আওতায় আসবে। এ ছাড়া ফসল উৎপাদন বাড়বে, ভূ গর্ভস্থ  পানির ব্যবহার কমবে। খালের পানিপথ এবং পাড় ব্যবহার করে ফসল উৎপাদনের জন্য কৃষিজ উপকরন পরিবহন  এবং কৃষক হাসিমুখে উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবে।

বিষয়টি বিবেচনায় নিয়ে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায়, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও সহযোগী সংস্থা  জাগরনী চক্র ফাউন্ডেশন সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট  প্রকল্প এ উদ্যেগ গ্রহন করেছে। এর আগে অভয়নগর উপজেলায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট  প্রকল্প আরো ৫ টি খাল পুন:খনন সম্পন্ন করেছে।

শনিবার এ কার্যক্রমের শুভ উদ্বোধন ্অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এম আবু নওশাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লাভলি খাতুন। এছাড়া অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড.নাজমুন নাহার,ম্যানেজার- রিজেনারেটিভ এগ্রিকালচার, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া, যশোর অঞ্চল,কৃষিবিদ মো: রুবেল আলী,প্রজেক্ট ম্যানেজার, জাগরনী চক্র ফাউন্ডেশন,কৃষিবিদ মো: রায়হানুল ইসলাম চৌধুরী- প্রেগ্রাম অফিসার রিজেনাগ্রি এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। রিজেনাগ্রি এবং স্মার্ট এগ্রিকালচার সলিডারিডার এর প্রোগ্রাম অফিসার মো: আবুল ফজল  এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন স্থানীয় পায়রা ইউপি চেয়ারম্যান মো: হাফিজুর রহমান বিশ্বাস ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,‘ খালটির পুন:খনন সম্পন্ন হবার পর এলাকাবাসীকে নিজ উদ্যেগে খালটির রক্ষনাবেক্ষন করতে হবে।বায়োডারভাস বাঁচিয়ে রাখার স্বার্থে খালে গাছ লাগাতে হবে, খালে বাঁধ দেওয়া যাবে না,নেট পাটা এবং কারেন্ট জাল ব্যাবহার করে দেশী এবং মা মাছ ধ্বংস