Type to search

অভয়নগরে কাদিরপাড়ায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

অভয়নগর

অভয়নগরে কাদিরপাড়ায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ১নং ওয়ার্ড কাদিরপাড়ায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বাষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় ওয়ার্ড আ.লীগ কার্যালয় চত্বরে আলোচনা সভা ও দোয় মাহগফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড আ,লীগর সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ সাধারণ সম্পাদক সানা আব্দুল মান্নান, উপজেলা আ.লীগ নেতা আইয়ূব হোসেন. উপজেলঅ কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মুন্সি, পৌর আ.লীগ নেতা রুহুল আমিন গাজী, পৌর কৃষকলীগ নেতা মিজান ুর রহমান আকুঞ্জি, ইউনিয়ন আ.লীগ নেতা ফিরোজ আলম, সাবেক ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান নয়ন, ছাত্রলীগ নেতা সুমন আহমেদ প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টে ঘাতকদের গুলিতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।