অভয়নগরে করোনা রোগীর সংখ্যা ১৩ জন
নওয়াপাড়া অফিস: অভয়নগরে করোনা রোগীর সংখ্যা ১৩ জন। এর মধ্যে এক জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বাকি রোগী বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। গত রোববার ১২ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে কারো দেহে করোনা সনাক্ত হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,এবার করোনা রোগীর সংখ্যা পৌর সভার ৫ ও ৬ নং ওয়ার্ডে বেশি শনাক্ত হচ্ছে। গত দুই সপ্তাহ আগে ওই দুই ওয়ার্ডে প্রথম করোনা শনাক্ত হয়। বর্তমানে ওই দুই ওয়ার্ডে করোনা রোগীর সংখ্যা ৯ জন। এছাড়া পৌরসভার এক নং ওয়ার্ডে দুই জন এবং চলিশিয়া ইউনিয়নে দুইজন রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে।