অভয়নগরে ওয়ার্কার্স পার্টি(মার্ক্সবাদী) পক্ষ থেকে ত্রাণ বিতরণ
স্টাফ রিপোটার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি(মার্ক্সবাদী)অভয়নগর শাখার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকালে পার্টির গার্লস স্কুল রোডের অস্থায়ী কার্যালয়ে পার্টির নেতৃবৃন্দ করোনা পরিস্থিতিতে অসহায় হতদরিদ্রের মাঝে এ সহায়তা তুলে দেন।
জানা গেছে, গতকাল বিকাল তিনটার সময় পার্টির পক্ষ থেকে ১০ জন অসহায় কর্মীর হাতে নগদ অর্থ দেওয়া হয় এবং গতকালসহ গত কয়েকদিনে ৪৪ জন হতদরিদ্রকে চাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্টির যশোর জেলা সদস্য কমরেড চৈতন্য কুমার পাল, শ্রমিক নেতা এবং জেলা সদস্য কমরেড শেখ নূর আলম, অভয়নগর উপজেলা শাখার নেতা কমরেড শহিদুল হক, কমরেড অরুণ ঘটক, কমরেড ইনতাজ আলী প্রমুখ।