Type to search

অভয়নগরে উপজেলায় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

অভয়নগর

অভয়নগরে উপজেলায় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার- অভয়নগর উপজেলা পরিষদের সমন্বয় পরিষদের সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুল,উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম, নওয়াপাড়া সার, খাদ্যসষ্য ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই ফারুক হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমুখ। সভায় হাই কোর্টের নির্দেশ বাস্তবায়নের জন্য যশোর – খুলনা মহাসড়কে ব্যটারি ও ইঞ্জিন চালিত সকল প্রকার তিনচাকার গাড়ি চলাচল বন্ধ করার জন্য আলোচনা সমালোচনা হয়। এ ছাড়া লোকালয় থেকে কয়লার ড্যাম্প উচ্ছেদের বিষয়ে প্রস্তার গৃহীত হয়।
এ ছাড়া আগামী ২১ ফেব্রুয়ারী উপজেলা প্রসাশনের উদ্যোগে জাতীয় শোক দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনের উপর পৃথক সভা অনুষ্ঠিত হয়।