অভয়নগরে ইউপি নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত হয়েছে

স্টাফ রিপোর্টার : অভয়নগরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান আ.লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত হয়েছে। আটটি ইউনিয়নে যারা নৌকার প্রার্থী মনোনীত হলেন, প্রেমবাগ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মফিজ উদ্দিন, সুন্দলী ইউনিয়নে বিকাশ রায় কপিল, চলিশিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান, পায়রা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বিশ্বাস, শ্রীধরপুর ইউনিয়নে মো. নাসির উদ্দিন, বাঘুটিয়া ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন, শুভরাড়া ইউনিয়নে বর্তমান ইউপি সদস্য মো. ইদ্রিস আলী শেখ ও সিদ্ধিপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খান এ কামাল হাচাকে । রবিবার (২১ নভেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় বলে জানা গেছে। আগামী ২৩ ডিসেম্বর এ উপজেয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ।