অভয়নগরে ইউএনওর হস্তক্ষেপে ইউপি চেয়ারম্যানের বাড়ির প্রাচীর নির্মান কাজ বন্ধ হলো
বিশেষ প্রতিনিধি- অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁনের হস্তক্ষেপে মঙ্গলবার সকালে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজউদ্দিনের বসতবাড়ির প্রাচির নির্মাণ কাজ বন্ধ হয়েছে। জানা গেছে, ইউনিয়ন আ.লীগ নেতা বাবুল আক্তার সহ এলাকার ১৭ জনের এক লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইউএনও স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে এ ব্যপারে পদক্ষেপ নিতে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আরিফ হোসেন ইউপি চেয়ারম্যানের বাড়ি ধলিরগাতী গ্রামে রাস্তার পাশে নির্মাণাধীন প্রাচিরের কাজ বন্ধ করে দেন। আরিফ হোসেন বলেন, সরকারি রাস্তার সীমানার মধ্যে প্রাচীর নির্মাণ করা হচ্ছে । সরজমিনে অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যপারে ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, আমি আমার পৈত্রিক জমির ওপর দিয়ে প্রাচির নির্মাণ করছি। আমার প্রতিপক্ষ আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। যে কারনে তিনি লোক পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি অভিযোগ পেয়ে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। আমার নির্দেশ মোতাবেক তিনি ঘটনাস্থলে যেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। উপজেলা সার্ভেয়ার দিয়ে মাপজোক করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।