অভয়নগরে আ.লীগ নেতা পলাশ হত্যার ঘটনায় ৬ জনের নামে মামলা গ্রেপ্তার-১
নওয়াপাড়া অফিস
যশোরের অভয়নগরে আ.লীগ নেতা সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ (৪৯) হত্যার ঘটনায় ৬ জনের নামে মামলা হয়েছে। রবিবার রাতে নিহতের স্ত্রী শারমিন নাহার বাদি হয়ে অভয়নগর থানায় এ মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামী করা হয়েছে ঘটনার রাতে জনতার হাতে আটক নওয়াপাড়া গ্রামের ছিদ্দিক শিকদারের ছেলে রইচ শিকদার(৩২) কে।
মামলার অন্যান্য আসামীরা হলেন পৌর সভার ৪নং নওয়াপাড়া ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেনের ছেলে তুহিন (৪২), মডেল কলেজ রোড সংলগ্ন আক্কাস মোল্যার ছেলে রফিক (৫০), ছিদ্দিক শেখের ছেলে রবিউল ইসলাম ওরফে রবি (৪১), কালা চাঁদের ছেলে তরিকুল ইসলাম (২৪) ও মৃত সোহরাব হোসেনের ছেলে হান্নান (৫০)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে পূর্ব শত্রুতার জেওে আসামীরা পরিকল্পিতভাবে তার স্বামীকে অপহরণের পর পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এছাড়া হত্যাকারীরা অপহরণের পর মুক্তিপন বাবদ নগদ ২০ হাজার টাকাও আদায় করেছে।
মামলার বাদী শারমিন নাহার বলেন, স্বামী হত্যার সঠিক বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির চাই। আমার স্বামী কে হত্যাকরার পর থেকে আমার দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. এমাদুল করিম বলেন, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শারমিন নাহার বাদী হয়ে ছয়জনের নামে মামলা করেছেন। মামলার প্রধান আসামী রইচ শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পুলিশ হেফাজতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। অন্যান্য আসামী গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে