অভয়নগরে আরাফাত রহমান কোকো’র স্মরনে ৮দলীয় ক্রিকেট টু্ণামেন্ট অনুষ্ঠিত
![](https://aparajeyobangla.com/wp-content/uploads/2024/12/IMG_20241213_182426-820x394.jpg)
নোয়াপাড়া প্রতিনিধি
অভয়নগরে প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বিকালে আরাফাত রহমান কোকো স্মরনে ৮ দলিয় ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী হয় জঙ্গল বাধাল ক্রিকেট দল, রানার্স আপ হয় প্রেমবাগ ক্রিকেট একাদশ। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে আলেচনা সভায় সভাপতিত্ব করেন প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম মোল্লা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন অভয়নগর থানা বিএনপির সংগ্রামি সভাপতি জননেতা জনাব ফারাজি মতিয়ার রহমান, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মান্নু,উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস- মোল্লা হাবিবুর রহমান (হাবিব), নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জাকির হোসেন রাজ প্রমুখ নেতৃবৃন্দ।ট্রনামেন্টে জঙ্গল বাধাল ক্রিকেট একাদশের ওলিয়ার ও শোভন চ্যাম্পিয়ান পুরস্কার গ্রহন করে। প্রেমবাগ একাদশের সাগর রানার্স আপ পুরস্কার গ্রহন করে। প্রথম ম্যাচে জঙ্গল বাধাল ক্রিকেট দলের হৃদয় ম্যান অফ দ্যা ম্যাচ পুস্কার গ্রহন করে। প্রেমবাগ একাদশের সাগর প্রথম ম্যাচে রানার্স আপ পুরস্কার গ্রহন করে। এছাড়াও প্রেমবাগ একাদশ এর রাকিব,জঙ্গল বাধাল একাদশের সম্রাট,ওহিদুল পুরস্কার গ্রহন করে। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের ছাত্র তরুনদের লেখা পড়ার পাশা পাশি খেলা ধুলার মাধ্যমে বাংলাদেশের সুনাম অর্জন করতে হবে। সমাজ থেকে সন্ত্রাস, অস্ত্রবাজি, চাদাবাজি ও মাদক মুক্ত করতে হবে। দূর্নীতি নির্মুল করতে হবে।