অভয়নগরে আদালতের নিষেধ্যাজ্ঞা উপেক্ষা করে সংখ্যালঘুর বসত ভিটায় কয়লাখোলা বানানোর অভিযোগ
স্টাফ রিপোর্টার- অভয়নগর উপজেলার মহাকাল গ্রামে আদালতের নিষেধ্যাজ্ঞা উপেক্ষা করে এক সংখ্যালঘুর বসতভিটায় পরিবেশ দুষণ ব্যবসা কয়লাখোলা বানানোর অভিযোগ উঠেছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওই সংখ্যালঘু পরিবার থানায় অভিযোগ করেছেন।
থানার অভিযোগ ও এলাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সংখ্যালঘু শ্যামল ঘোষ ও তার তিন ভাইয়ের সবতভিটা নিয়ে আদালতে মামলা চলছে। আদালত ওই সম্পত্তির ওপর শ্যামল ঘোষের পক্ষে নিষেধ্যাজ্ঞা জারি করেছেন। কিন্তু আদালতের নিষেধ্যাজ্ঞা উপেক্ষা করে প্রতিপক্ষের সহযোগিতায় এলাকার প্রভাবশালী একটি চক্র ওই জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ৩১ মে আদালতের নিষেধ্যাজ্ঞা উপেক্ষা করে এলাকার কয়েকজন প্রভাবশালী লোক প্রতিপক্ষের সহায়তায় শ্যামল ঘোষের বসতভিটায় কয়লা ও বালি খোলা বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যপারে অভয়নগর থানার অফিসার ইনচার্য তাজুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।