Type to search

অভয়নগরে অনিয়ম ভাবে সরকারি গাছ কাটার অভিযোগ

অভয়নগর

অভয়নগরে অনিয়ম ভাবে সরকারি গাছ কাটার অভিযোগ

নওয়াপাড়া অফিস:
যশোরের অভয়নগর উপজেলায় পাথালিয়া গ্রামে রেকর্ডিয় রাস্তার ওপর থেকে অনিয়ম ভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের অতিয়ার মল্লিকের ছেলে হাদিউরজ্জামান মল্লিক এলাকায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে এ গাছ কর্তণ করেছেন। সে গতকাল শনিবার উপজেলার পাথালিয়া পুলিশ ফাঁড়ির বিপরীত পাশ থেকে সরকারি রাস্তা সংলগ্ন দুইটি আম গাছ কেঁটে নিয়েছে। এলাকাবাসী বাঁধা দিলে তোয়াক্কা না করে হাদিউজ্জামান লোক দিয়ে একটি গাছ কেটে নিয়ে যায় এবং আরো একটি গাছ কাটার কাজ করছিলো।
এবিষয়ে মানবাধিকার কর্মী হাদিউরজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মানবাধিকার যশোর রিজিওনাল ব্রাঞ্চ এর সিনিয়ার সহসভাপতি। এ গাছ কাঁটতে সরকারি অনুমতি লাগে না। আর এই গাছের মালিক আমার মা সুফিয়া বেগম। আমাদের গাছ আমরা কেটেছি।
অভয়নগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: কামরুজ্জামান বলেন, এবিষয়ে অভিযোগ পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে আমাদের লোক গিয়ে দেখেন একটি গাছ কাঁটা হয়ে গেছে । আরো একটি গাছ কাঁটার কাজ চলছে। আমার লোক হাজির হয়ে গাছ আটকিয়ে দিয়েছে। আমরা আগামী কাল রাস্তার সীমানা মেপে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।