অভয়নগরের সুন্দলী বাজার অগ্রণী দুয়ার ব্যাংকিং-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে অগ্রণী ব্যাংক লিমিটেড এর সুন্দলী বাজার অগ্রণী দুয়ার ব্যাংকিং-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় সুন্দলী বাজার রায় এন্টারপ্রাইজের আয়োজনে শুভ উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক লিমিটেড নওয়াপাড়া শাখার সহকারী মহা ব্যবস্থাপক তাপস কুমার বিশ্বাস। নওয়াপাড়া মডেল কলেজের প্রভাষক দেবাশীষ রাহার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয় যশোর এর উপ মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: শরিফুল ইসলাম বিশ্বাস। এসময় সম্মানিত অতিথি হসেবে উপস্থিত ছিলেন দুয়ার সার্ভিসেস লিঃ ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বদরুল আলম ও বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ শামসুর রহমান সুমন, চেয়ারম্যান ২নং সুন্দলী ইউনিয়ন পরিষদ বিকাশ রায় কপিল, বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি ২নং সুন্দলী ইউনিয়ন আ’লীগ অধীর কুমার পাঁড়ে, অধ্যক্ষ সুন্দলী এস টি স্কুল এ্যান্ড কলেজ মো: আব্দুল লতিফ, প্রধান শিক্ষক আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় কমল কান্তি মল্লিক, প্রধান শিক্ষক সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় গৌতম কুমার ধর, প্রভাষক মুক্তেশ্বরী ডিগ্রী কলেজ অসীম কুমার ধর প্রমূখ।