অভয়নগরের সুন্দলীতে গণটিকা প্রদান

স্টাফ রিপোর্টার: প্রাণঘাতি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে টিকাদানের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এলক্ষ্যে ইউনিয়নের পর্যায়ে ব্যাপক পরিসরে টিকাদান কার্যক্রম বাস্তবায়নের সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে গতকাল অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল ৯টায় তিনটি বুথে প্রথম পর্যায়ে ছয়শো মানুষের মাঝে টিকা প্রদান করা হয়। টিকা প্রদান কর্মসূচির উদ্ভোধন করেন করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ ও বর্তমান উদ্ধগতি রোধকল্পে গণসচেতনতা সৃষ্টির ইউনিয়ন কমিটির সভাপতি ও সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিলসহ অভয়নগর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নারায়ন চন্দ্র পাল, অভয়নগর উপজেলা সমাজসেবা অফিসার নির্মল কান্তি কর্মকার, টি.এস.এ রিজভি আহম্মেদ, করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ ও বর্তমান উদ্ধগতি রোধকল্পে গণসচেতনতা সৃষ্টির ইউনিয়ন কমিটির সদস্য ও সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ধর, ইউনিয়ন আ’লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে, সাধারণ সম্পাদক পরিতোষ বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ^াস ও সমীরণ সরকার, প্রধান শিক্ষক বিধান মল্লিক ও দুলাল বিশ^াস, সহকারী শিক্ষক নীলকমল মন্ডল, উপ সহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিকুর রহমান, ইউ:স:ভূমি কর্মকর্তা আক্তার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ভগীরথ কুমার মন্ডল, পরিবার কল্যান সহকারী মাধুরী কবিরাজ, এনজিও কর্মি শিলাদিত্য বিশ্বাস, সুন্দলী হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি চিন্ময় রায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক বিকাশ বিশ্বাস উজ্জ্বল, ইউপি সচিব এনামুল হক, ইউপি সদস্য প্রকাশ বিশ্বাস, সুন্দলী ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক অমর বিশ^াস, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শ্যামল রায়, আনসার ভিডিপির নিরঞ্জন মল্লিক ও পূর্ণিমা মল্লিক, সেচ্ছাসেবক হিমাংশু রায়সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। বিট পুলিশ মো: বনি আমিনের নেতৃত্বে একটি টিম ও এলাকার সুধিমহলের সহায়তায় বিকেল ৩টায় স্বাস্থ্যবিধি মেনে গনটিকা কার্যক্রম সম্পন্ন হয়।