অভয়নগরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালুর দাবিতে শ্রমিক জনসভা

অভয়নগরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালুর দাবিতে শ্রমিক জনসভা
নওয়াপাড়া অফিস:
যশোরের অভয়নগর উপজেলায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল ফের চালু সহ আন্দোলন চলাকালীন শ্রমিক ও নাগরিক নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে শ্রমিক জনসভা রাষ্ট্রায়াক্ত পাটকল রক্ষায় আঞ্চলিক কমিটি খুলনা— যশোর অঞ্চলের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় উপজেলার রাজঘাট বাসস্টান্ডে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।
পাটকলসহ বন্ধ সকল রাষ্ট্রীয় কলকারখানা দুর্নীতি ও লুটপাটমুক্ত করে আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানায় চালু, শ্রমিকদের সকল পাওনা সঠিক হিসাব অনুযায়ী প্রদান, মাথাভারি প্রশাসন ও দুর্নীতিযুক্ত বিজেএমসির সংস্কার করা সহ তৎকালীন মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত ও বিচার, যে সকল রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ দেয়া হয়েছে সেগুলো বাতিল, ২০১০ সালের ম্যান্ডেটরি প্যাকেজিং এক্ট কার্যকর করা, কাঁচাপাট সরাসরি রপ্তানি বন্ধ ঘোষণা করা, আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে মিল কর্তৃক যে সকল ফৌজদারি মামলা রয়েছে সেগুলো প্রত্যাহারে দাবি করা হয়।
শ্রমিক জনসভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রায়াক্ত পাটকল রক্ষায় আঞ্চলিক কমিটি খুলনা— যশোর অঞ্চলের যুগ্ন—আহবায়ক মোঃ শরিফুল ইসলাম মল্লিক এবং সঞ্চালনা করেন রাষ্ট্রায়াক্ত পাটকল রক্ষায় আঞ্চলিক কমিটি খুলনা— যশোর অঞ্চলের উপদেষ্টা গাজী আফজাল হোসেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইস্টার্ন জুট মিলস এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা মোঃ মোজাম্মেল হক খান, আমীন জুট মিলস চট্রগ্রামের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, রাষ্ট্রায়াক্ত পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশিদ,খালিশপুর জুট মিলসের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, কয়েকটি মিল ইতিমধ্যে ব্যক্তি মালিকানায় লিজ দেয়া হয়েছে। কোটি কোটি টাকার সরকারি সম্পদ লুটপাট, চুরি ও অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। বক্তারা অবিলে¤ সাত কর্মদিবসের মধ্যে বন্ধকৃত পাটকল রাষ্ট্রীয় ভাবে চালু ও শ্রমিকদের সম্পূর্ণ বকেয়া পরিশোধের জোর দাবি জানান।
এছাড়াও বক্তৃতা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, রাষ্ট্রায়াক্ত পাটকল রক্ষায় আঞ্চলিক কমিটি খুলনা— যশোর অঞ্চলের উপদেষ্টা নূর ইসলাম, কার্পেটিং জুটমিল শ্রমিক নেতা মোঃ জামাল মোল্ল্যা, সদস্য সচিব নাহিদ উদ্দিন,সদস্য মোঃ রমিজুল,মো আলমগীর,কমরেড আইয়ুব আলী, কমরেড নাজিম উদ্দিন, শ্রমিক নেতা আজগর হুসাইন,আব্দুল আজিজসহ প্রমুখ।