Type to search

অভয়নগরে করোনা মোকাবেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

অভয়নগর

অভয়নগরে করোনা মোকাবেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

মোহাম্মদ আমানুল্লাহ, অভয়নগরে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য লোকজনদের ঘরে রাখতে উপজেলার সবখানে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার দায়ে তিনজনকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার বিকেলে অভয়নগর উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি( অভয়নগর উপজেলা)কে এম রফিকুল ইসলাম। এছাড়া মোটর সাইকেলের হেলমেট না পারার অপরাধে মোঃ মুন্না নামে এক মটরসাইকেল চালক কে ২হাজার টাকা জরিমানা করেন। সন্ধ্যা ছয়টার পর ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখার অপরাধে মোহাম্মদ শহিদুল ও শাহীন বাঘাকে ২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য, সাংবাদিকবৃন্দ।