অভয়নগরে ভাড়া বৃদ্ধির দাবি রিক্সা-ভ্যান শ্রমিকদের

স্টাফ রিপোর্টার
গত ২ জানুয়ারি ২০২৫ রবিবার অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং খুলনা-১৮২৭ এর কার্যালয়ে বিকাল সাড়ে ৫ টায় রিক্সা-ভ্যান শ্রমিক ও ইজিবাইক শ্রমিক নেতৃবৃন্দ এক যৌথ সভায় মিলিত হোন। বর্তমান বাস্তবতায় তিন চাকা চালিত শ্রমিকদের জীবন-জীবিকা পরিচালনা দুর্বিষহ হয়ে দাড়িয়েছে। নিত্য পণ্যের লাগামহীন উর্ধগতি, জনজীবনের ব্যয় ব্যাপক ভাবে বৃদ্ধি করে চলেছে। এমন পরিস্থিতিতে দুই সেক্টরের নেতৃবৃন্দের মতামতে বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য ভাড়া নির্ধারণে তিন চাকা চালিত যানে প্যাসেন্জার উঠানামা সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং যেখানে যে ভাড়া এখন চলমান আছে, তার ওপরে ৫ টাকা বৃদ্ধি করার প্রস্তাব করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা শরিফুল ইসলাম মোড়ল। আলোচনা করেন ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মোস্তফা শেখ ও জালাল গাজী, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন শেখ, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রাজিব মোল্লা, সহ-ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দীন। ইজিবাইক শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে আলোচনা করেন, নওয়াপাড়া গরুহাট স্যান্ডের সভাপতি বিল্লাল খাঁ, সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, তালতলা স্যান্ডের সাধারণ সম্পাদক খোকন, যুগ্ম-সম্পাদক মাহাবুব, রাজঘাট স্ট্যান্ডের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান সহ বিভিন্ন স্ট্যান্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।