Type to search

অভয়নগরে পিস্তল-গুলি সহ বিপুল পরিমান মাদক উদ্ধার

অভয়নগর

অভয়নগরে পিস্তল-গুলি সহ বিপুল পরিমান মাদক উদ্ধার

 সেনা- পুলিশের পৃথক অভিযানে নামধারী সাংবাদিক সহ দুইজন আটক

নওয়াপাড়া অফিস
যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা বুলেট , বিপুল পরিমাণ মাদক একজন নামধারী সাংবাদিকসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার একতারপুর ও তালতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালিয়ে মো. মনিরুজ্জামান ফকিরের ছেলে মো. নুরুজ্জামান রিপন (৪০) আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
অপর আটক সাংবাদিক নামধারী এনামুল হাসান ইমন (২৮) উপজেলার তালতলা গ্রামের মো. আব্দুস সবুর সরদারের ছেলে। তার কাছ থেকে ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল এমএস আঙ্গুর (যৌন উত্তেজক) ওষুধ উদ্ধার করা হয়।
বুধবার (৬ নভেম্বর) সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি চৌকশ দল উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেটসহ নুরুজ্জামান রিপন নামে এক যুবককে আটক করা হয়।
একই দিন রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার তালতলা গ্রামে অভিযান চালিয়ে ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল এমএস আঙ্গুর (যৌন উত্তেজক) ওষুধসহ এনামুল হাসান ইমন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। সাংবাদিক পরিচয়ধারী ইমন গ্রেফতার হওয়ায় সাংবাদিক সমাজের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।