অভয়নগরে আইডব্লুআরএম’র পানি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নোয়াপাড়া অফিস
যশোরের অভয়নগর উপজেলার সুন্দরী ইউনিয়ন কাউন্সিল ভবনে বৃহস্পতিবার দুপুরে সলিডারি ডাড নেটওয়ার্ক এশিয়া জাগরণ চক্র ফাউন্ডেশনের সহায়তায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় করারএক নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সবাই মূল বিষয় উপস্থাপন করেন সলিডরি ডাড নেটওয়ার্ক এশিয়া এর এসপিও ডাক্তার এস এম ফেরদৌস। সভায় উপস্থিত ছিলেন সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, জাগরণী চক্র ফাউন্ডেশন এর ডব্লু ই ও মান্নান শেখ, ডব্লিউ সি এফ রাসেল আহমেদ, ইউনিয়নের সকল সদস্যবৃন্দ ও ফুলেরগাতি ছোট খালের কমিটির সকল সদস্যবৃন্দ।